গুগল অ্যাডসেন্স এন্ড ব্লগিং Basic Course Details

আসসালামু আলাইকুম গুগল অ্যাডসেন্স এন্ড ব্লগিং Basic Course এ আপনাকে স্বাগতম, Basic কোর্সে কি কি শিখানো হবে , এই বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

নতুনদের জন্য বর্তমান সময়ে অনলাইন থেকে ইনকাম করার সবচেয়ে ভালো মাধ্যম হলো গুগোল অ্যাডসেন্সে, বাংলায় অথবা ইংরেজিতে লেখা লেখি করার মাধ্যমে গুগল অ্যাডসেন্স থেকে খুব ভালো পরিমান ইনকাম করা সম্ভব,

গুগল অ্যাডসেন্স এন্ড ব্লগিং Basic কোর্সে যে বিষয় গুলি শিখানো হবে

1. কিভাবে একটি নিশ বা বিষয় নির্ধারণ করতে হয়,এবং কোন নিশ বা বিষয় টি আপনার জন্য পারফেক্ট, এবং যে নিশ বা বিষয় নিয়ে কাজ করলে বেশি ইনকাম হয়, এই বিষয় গুলো এনালাইসিস করার জন্য যে সব ওয়েবসাইট এবং টুলের সাহায্য নিতে হয়,বিস্তারিত শিখানো হবে

2. কীভাবে একটি ভালো Brand name অথবা Domain name এবং Hosting পছন্দ করতে হয়, এবং ইন্টারন্যাশনাল কোম্পানি গুলো থেকে মাস্টার কার্ড /পেপাল ছাড়া কিভাবে ডলার দিয়ে ভালো মানের ডোমেইন হোস্টিং ক্রয় করতে হয় ।

3. Website Create: প্রোগ্রামিং না জেনেও কিভাবে একটি SEO Friendly প্রফেশনাল website তৈরি করতে হয়, এবং মেইনটেইন করতে হয় A to Z বিস্তারিত শিখানো হবে ইনশাআল্লাহ

4. keyword research: যেভাবে বাংলা এবং ইংরেজি low competition কিন্তু high search volume keyword গুলো খুঁজে বের করতে হয়, বিভিন্ন ওয়েবসাইট ও টুলের ব্যাবহারে মাধ্যমে।

5. Article Writing: কিভাবে বাংলা ও ইংলিশে ভালো মানের SEO Friendly আর্টিকেল লিখতে হয়,এবং যারা ইংরেজি পারেনা তারাও কিভাবে ইংরেজিতে আর্টিকেল লিখবে বিভিন্ন software ও ওয়েবসাইটের সাহায্যে।

6. কিভাবে SEO Friendly আর্টিকেল ওয়েবসাইটে পোস্ট করতে হয়, এবং সঠিক নিয়মে image/picture SEO করতে হয় |

7. Search Engine Pptimization: On-page SEO, Off-page SEO, এবং Technical SEO করার মাধ্যমে কিভাবে ওয়েবসাইটের পোস্ট গুলোকে Google Frist page এ নিয়ে আসতে হয়।

8. Traffic Source: সঠিক নিয়মে মার্কেটিং করে কিভাবে বিভিন্ন দেশের ট্রাফিক ওয়েবসাইটে নিয়ে আসতে হয়।

9. Google Adsense: কিভাবে Google Adsense account approved করতে হয় এবং Google Adsense pin verification করতে হয়।

10. নতুন অবস্থায় ওয়েবসাইটে Organic ট্রাফিক না আসলে কিভাবে Organic উপায়ে USA, UK, Canada, Switzerland . . etc, বিভিন্ন উন্নতদেশ গুলো থেকে ট্রাফিক নিয়ে এসে প্রতিদিন ৮-১০ ডলার ইনকাম করতে হয়।

11.Paid Marketing: সঠিক নিয়মে ওয়েবসাইটে ৫-৬ ডলার ইনভেস্ট করে ১৫-১৬ ডলার ইনকাম করতে হয়।

12. Money Withdraw: কিভাবে Google Adsense থেকে সরাসরি ব্যাংকে টাকা নিয়ে আসতে হয়।

গুগল অ্যাডসেন্স এন্ড ব্লগিং কোর্সটি করার জন্য আপনার যা থাকতে হবে

  1. ধৈর্য ও পরিশ্রমের সাথে প্রতিদিন কমপক্ষে ২ ঘন্টা সময় কাজ করার মত মন মানুষিকতা থাকতে হবে।

2.ইন্টারনেট সংযোগ সহ একটি কম্পিউটার অথবা ল্যাপটপ অথবা ভালো এন্ড্রয়েড মোবাইল থাকতে হবে।

3. ভালো ভাবে বাংলা ভাষা পড়তে ও লিখতে পারতে হবে, এবং কম্পিউটার স্ক্রিনে কোনো English Word এর নাম বললে সেটা চিনতে পারতে হবে।

এই কোর্স সম্পর্কে কিছু সাধারণ প্রশ্নের উত্তর

1. এই কোর্সটি করতে কতদিন সময় লাগবে? এবং কত দিন পর থেকে ইনকাম শুরু হবে?

উত্তর: এই কোর্সটি শেষ হতে ৩০ থেকে ৪৫ দিন সময় লাগবে, যদি আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে পারেন, এবং ইনকাম শুরু হবে ১ মাস পর থেকে যদি আপনি প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করেন।

2. ওয়েবসাইট বানানোর খরচ,অর্থাৎ Domain, Hosting ক্রয় করার টাকা কোর্সের টাকার মধ্যে নাকি?

Domain এবং Hosting ক্রয় করার খরচ নির্ধারিত কোর্সের টাকার অন্তর্ভূক্ত নয়।অর্থাৎ আপনার চাহিদা মতো আপনার ওয়েবসাইট তৈরির সম্পূর্ণ খরচ আপনার বহন করতে হবে।

3. কোর্সের ক্লাস গুলো কখন, কিভাবে নেওয়া হয়?

সপ্তাহে ৩-৪ দিন, রাত ১০ টায় Google Meet এর মাধ্যমে অনলাইনে লাইভ ক্লাস নেওয়া হয়, এবং ক্লাস শেষে ক্লাসের রেকর্ড কৃত ভিডিও দিয়ে দেওয়া হয়।

4. কোর্সে মোট কত টি ক্লাস থাকবে?

আমাদের কোর্সে নির্দিষ্ট কোনো ক্লাসের সংখ্যা নির্ধারিত নেই, আপনি যে চুক্তি/কন্ডিশনে ভর্তি হয়েছেন,সেই চুক্তি/কন্ডিশনে পূর্ণ হওয়া পর্যন্ত আপনার ক্লাস চলবে।

5. একটি ওয়েবসাইট তৈরি করতে কত টাকা খরচ হয়?

চাহিদা অনুযায়ী ওয়েবসাইটের খরচ ভিন্ন হয়, তবে সাধারণ একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে ৬০০ টাকা থেকে শুরু করে ৩৫০০ টাকার মধ্যে মোটামোটি ভালো ওয়েবসাইট তৈরি করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *